পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আহ্বায়ক শফিক, সচিব রুবেল
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন-২০২৫ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান, এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
আজ রবিবার ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে৷
এর আগে শুক্রবার রাতে রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকলে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ৪ জন। তারা হলেন- নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শারমিন আক্তার চুমকি।



