জুলাই সনদে অবদানের স্বীকৃতি দাবি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম
ছবি - ‘সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ-ছাত্রজনতার ঐক্য সমাবেশ
জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের অবদান ও ভূমিকার কথা জুলাই সনদে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
‘সশস্ত্র বাহিনীর সকল পদবির অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ-ছাত্রজনতার ঐক্য সমাবেশ ও শোভাযাত্রা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজক ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে প্রথমে সমাবেশ হয়। সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। রাওয়া কনভেনশন সেন্টার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জাহাঙ্গীর গেট ঘুরে রাওয়া কনভেনশন সেন্টারে এসে শোভাযাত্রা শেষ হয়।
সমাবেশে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাকিম বলেন, তাঁরা চান, জুলাই সনদে তাঁদের নাম থাকুক। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানান।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল মনসুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। সেজন্য জুলাই সনদে তাঁদের অবদান তুলে ধরতে হবে।
অবসরপ্রাপ্ত মেজর জামিল ডি আহসান বলেন, স্বাধীনতা পাওয়ার পর তা বিপন্ন হওয়ার পথে ছিল। ৫ আগস্ট তা আবার পুনরুদ্ধার করা হয়েছে। আজকের দিনকে ঐতিহাসিক হিসেবে তাঁরা স্মরণ করছেন। তাঁরা দেশের জন্য আগেও ছিলেন, এখনো আছেন।
অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, দেশের সম্ভাব্য শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানের অংশীদারত্ব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সরকারকে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।
অবসরপ্রাপ্ত কর্নেল মো. আহসানউল্লাহ বলেন, অনেক ঘাটতি থাকা সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তী সরকার সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফ মো. এ হুসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্নেল মনীশ দেওয়ান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করীম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমুখ।



