রাজধানীতে তিন সমাবেশ ঘিরে ১৪ হাজার পুলিশ মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৮ হাজার ইউনিফর্মধারী এবং ৬ হাজার সাদা পোশাকের পুলিশ সদস্য। তিনি বলেন, “আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।”
তিনটি সমাবেশের বিবরণ:
জাতীয় শহীদ মিনার: বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনসমাবেশ করছে।
শাহবাগ মোড়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রসমাবেশ করছে।
সোহরাওয়ার্দী উদ্যান: ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজন করছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ’।
নিরাপত্তা ব্যবস্থা:
গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন
সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে
এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসমাগম বেড়েছে, যার ফলে যানজটের আশঙ্কাও রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত।



