
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়। তার নাম ফজলে রাব্বী সুমন (২৬)।
সুমনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের গ্রামের বাড়ি ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামে। তিনি রাজধানীর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করতেন।
নিহতের বাবা বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, 'আমার ছেলে সকালে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। কিছুক্ষণ পর খবর পাই, আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে। তাদের ভবিষ্যৎ এখন কী হবে?'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সুমনকে বিকেল ৩টার দিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।