
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় শহীদনগরে গলায় খাবার আটকে রাফিয়া নামের তিন বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ শুক্রবার দুপুরে শহীদনগরে ভাড়া বাসায় রাফিয়াকে চায়ে ডুবিয়ে পরোটা খাওয়ানোর সময় এ ঘটনা ঘটে।
এক ভাই ও এক বোনের মধ্যে রাফিয়া ছোট। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। রাফিয়ার বাবা সুজন খাঁ পেশায় ভ্যানচালক।
রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা সুজন খাঁ। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাফিয়াকে চায়ে ডুবিয়ে পরোটা খাওয়াচ্ছিলেন তার মা (রাত্রি বেগম)। একপর্যায়ে গলায় পরোটার অংশ আটকে গেলে সে অচেতন হয়ে পড়ে। এ সময় রাফিয়াকে পানি পান করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাফিয়াকে বেলা সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, বেলা সোয়া একটার দিকে রাফিয়াকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।
চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণার পর মা রাত্রি বেগম মেয়েকে কোলে নিয়ে নির্বাক তাকিয়েছিলেন। পাশে বসে বাবা দুই হাত নিজের মাথায় রেখে কাঁদছিলেন।