Logo
Logo
×

রাজধানী

মাইলস্টোনের প্রধান ফটকে তালা, গণমাধ্যমকর্মীদের ঢুকতে মানা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

মাইলস্টোনের প্রধান ফটকে তালা, গণমাধ্যমকর্মীদের ঢুকতে মানা

ছবি - ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেট

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক এবং অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েক সদস্যও সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসুক জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।

উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মাইলস্টোনে এসেছেন আমির হোসেন। এ স্কুলের নবম শ্রেণিতে তার ছেলে পড়ে। বিমান বিধ্বস্তের ঘটনায় তার ছেলের কোনো ক্ষতি হয়নি। তারপরও তিনি নিজ চোখে স্কুলটি দেখতে যান।

আলাপকালে আমির হোসেন বলেন, বিমান বিধ্বস্তের সময় (২১ জুলাই) অফিসের কাজে ঢাকার বাইরে ছিলাম। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকা ফিরেছিতাই এখন স্কুলটা দেখতে আসলামকিন্তু স্কুলের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।








Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন