উত্তরায় মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৫ শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ও শোক ছড়িয়ে পড়েছে সারাদেশে।
মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার সকাল ১০টা থেকে কলেজসংলগ্ন গোলচত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী। তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং ছয় দফা দাবি তুলে ধরে বিক্ষোভ জানান। শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা— "বিচার চাই না, সন্তানের লাশ চাই", "সঠিক লাশের হিসাব চাই"।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ ২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ ৩. শিক্ষকদের সঙ্গে যে কোনো অসদাচরণে নিঃশর্ত ক্ষমা ৪. ক্ষতিপূরণ প্রদান ৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ৬. প্রশিক্ষণ ব্যবস্থার কাঠামোগত সংস্কার
বিক্ষোভকারীরা জানান, তাঁরা সহিংসতা চান না, তবে ঘটনার দায়হীনতা ও প্রশাসনিক নির্লিপ্ততার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। "এত বড় দুর্ঘটনা, কেউ দায় নিচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এটা এক ধরনের অবিচার," বলে দাবি করেন এক শিক্ষার্থী।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাত্র ১২ মিনিটের মাথায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
বিমান বিধ্বস্ত হওয়ার সময় ভবনটিতে কোচিং ক্লাস চলছিল এবং প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী উদ্ধারকাজে অংশ নেয়।
ঘটনার পর মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে ২৭ জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।



