
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
বার্ন ইনস্টিটিউটের অনুরোধ ভিড় কমান

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ আর রক্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। একইসঙ্গে হাসপাতালের সামনে ভিড় না বাড়াতে অনুরোধ করেছেন তিনি।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় হ্যান্ডমাইকে এই ঘোষণা দেন ডা. নাসির উদ্দীন। এসময় ‘আজকে আমাদের রক্তের কোনো প্রয়োজন নেই’ বলতে শোনা যায় তাকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। মারা গেছেন বৈমানিক তৌকির ইসলামও। এছাড়া আহত হয়েছেন ১৬৪ জন।
আহত ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ক্যাম্পাসসহ বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে উৎসুক জনতা, রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবী ও অন্যদের ভিড়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।