
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম

ছবি : সংগৃহীত
জধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে।
উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।