Logo
Logo
×

রাজধানী

রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত মহাপরিকল্পনা : ড. শেখ মইনউদ্দিন

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত মহাপরিকল্পনা : ড. শেখ মইনউদ্দিন

ছবি - রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বক্তৃতা দিচ্ছেন

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ড. শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০-৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন