আবু সাঈদ কর্মসূচি পালন বাংলাদেশ ব্যাংকে
স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:০১ পিএম
ছবি-সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মতো দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন তারা। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতোমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অপর এক বিভাগের পরিচালক বায়েজিদ সরকার বলেন,শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এই দেশের জনগণ এ দেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন,বাংলাদেশে এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ জুলাই আমার কাছে একটি সাহসের দিন।
উল্লেখ্য, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস ’ ঘোষণা করেছে ।



