
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
ঢাকায় চলাচলের দাবিতে সিএনজি চালকদের বনানীতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতির দাবিতে বনানীর বিআরটিএ কার্যালয়ের সামনে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সিএনজি অটোরিকশা চালকেরা। দাবির প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদে ‘ঢাকা-সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যজোট’-এর ব্যানারে চালকরা বিক্ষোভে অংশ নেন।
দুপুর সাড়ে ১২টা থেকে আন্দোলনকারীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়, ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার জানান, চালকদের বোঝানোর চেষ্টা করেও সফল হয়নি পুলিশ। প্রথমে তারা দুই লেনে অবস্থান নেন, পরে একটি লেনে সরলেও আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি বলেন, “তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, দুপুর ২টার দিকে চালকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটে, এতে কয়েকজন চালক আহত হয়েছেন বলে জানা গেছে।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান জানান, সকাল ১০টা ৩০ মিনিট থেকে চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং পরে সড়কে নেমে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগর এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হয় না। দীর্ঘদিন ধরেই চলাচলের অধিকার চেয়ে আবেদন করে আসছেন, কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।