
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
এয়ারপোর্ট এলাকা হতে ৪ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:৫৭ পিএম

ছবি : এয়ারপোর্ট এলাকা হতে ৪ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুলাই ২০২৫ তারিখ ১৮৩৩-১৯৩৩ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকা হতে ০৪ (চার) জন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন লিমা (২২), মাহী (১৯), মনিরা (২২) এবং গোলাপী (২৬)। মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ১৪৪টি গাঁজার রোল (৭৯২ গ্রাম) এবং ৪,২৩৫.০০ টাকা জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।