BETA VERSION শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

Swapno

রাজধানী

জাতীয় সংসদ ভবন

গিজগিজ করছে দোকান, নিয়ন্ত্রণ নেই

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের এই খোলা জায়গা একরকম বাজারে রূপ নিয়েছে।

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

গিজগিজ করছে দোকান, নিয়ন্ত্রণ নেই

ভ্রাম্যমাণ দোকানে ভরে গেছে সংসদ ভবনের ভিউ পয়েন্টে এলাকা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর উত্তর পাশে জাতীয় সংসদ ভবনের সামনের খোলা জায়গাটি থেকে দেখা যায় স্থপতি লুই আই কানের নকশায় গড়ে ওঠা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক—জাতীয় সংসদ ভবন। সংসদের দক্ষিণ প্লাজার সামনের এই খোলা জায়গা ‘ভিউ পয়েন্ট’ নামেও পরিচিত।

শহুরে ব্যস্ত জীবনের ফাঁকে নগরবাসী এখানে যান অবসর কাটাতে, হাঁটতে কিংবা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জায়গাটি এখন একরকম বাজারে রূপ নিয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে দক্ষিণ প্লাজার সামনে মাঝের প্রায় ২০০ মিটার জায়গাজুড়ে তিন সারিতে বসানো হয়েছে ১৫৭টি দোকান। কোনো কোনো দোকানে আবার টুল বসিয়ে খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এই অংশ থেকে খামারবাড়ি মোড়ের দিকে আরও ৩১টি ও আড়ং মোড়ের দিকে রয়েছে আরও ২৩টি দোকান। এর বাইরে রয়েছে ভ্রাম্যমাণ চা-সিগারেট, মুড়ি-চানাচুর বিক্রির হকার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এসব দোকান অবৈধ এবং সিটি করপোরেশনের কোনো অনুমোদনও নেই।

সরেজমিনে দেখা গেছে, অস্থায়ী এসব দোকানে বসেই চলছে খাবার তৈরি। রান্নার আগের কাটাকাটি, বাছাবাছি, ধোয়ামোছার কাজ করা হচ্ছে সংসদ ভবনের সামনের এই খোলা জায়গায়। ফুচকা, চটপটি থেকে শুরু করে বার্গার, পিৎজা, হাঁসের মাংস ও রুটি, ভাজাপোড়া খাবারের দোকানে গিজগিজ করছে এলাকা।

শুধু খাবার নয়, বাচ্চাদের খেলনা, সাজগোজের উপকরণ, গৃহসজ্জার পণ্যও বিক্রি হচ্ছে এখানে। উচ্ছিষ্ট খাবার, পাত্র, প্লেট ধোয়ার পানি যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দোকানের সারি ও আবর্জনায় পরিস্থিতি এমন যে খোলামেলা বসার কিংবা হাঁটার জায়গাটুকুও থাকছে না।

যাঁরা আগে অবসরে সময় কাটাতে ভিউ পয়েন্টে যেতেন, এখন এড়িয়ে চলছেন। কেউ কেউ এসে পরিস্থিতি দেখে ফিরে যাচ্ছেন। সপ্তাহের অন্যান্য দিনে তুলনামূলক ভিড় কম থাকলেও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে পুরো জায়গা হয়ে উঠছে জমজমাট বাজার।

পুরান ঢাকা থেকে স্ত্রী সাবিনা আক্তারকে নিয়ে বেড়াতে এসেছিলেন আরিফুল ইসলাম। সন্ধ্যা ছয়টার দিকে কথা হয় এ দম্পতির সঙ্গে। বাসায় ফেরার পথে আরিফুল ইসলাম বলেন, খুবই বাজে অবস্থা। বাজারে যেমন ভিড় আর নোংরা পরিবেশ থাকে, এ জায়গাটি এখন তেমনই। নিরিবিলি বসার জায়গাটুকুও পাওয়া গেল না।

জাতীয় সংসদ ভবনের সামনের এই জায়গা জাতীয় স্থাপত্য নিদর্শন হিসেবেও বিশেষভাবে সংরক্ষিত। স্থপতি লুই আই কানের নকশায় গড়ে ওঠা এই ভবন ও এর আশপাশের এলাকা ঘিরে রয়েছে আন্তর্জাতিক আগ্রহও।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জায়গাটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো কর্তৃপক্ষের তেমন নজরদারি নেই। যে যেভাবে পারছেন, খালি জায়গা পেলেই পসরা সাজিয়ে বসছেন।

গতকাল সেখানে প্রথম ভ্রাম্যমাণ খাবারের দোকান বসিয়েছেন নাদিম মাহমুদ ও মাহবুবা আক্তার দম্পতি। হাঁসের মাংস ও চালের রুটি বিক্রি করছেন তাঁরা। রুটি ভাজার ফাঁকে মাহবুবা আক্তার বলেন, ‘আজ (গতকাল) প্রথম দিন বলে শুধু হাঁসের মাংস এনেছেন। সামনে আরও মুরগি, গরুর মাংস আনবেন। তিনি বলেন, ‘জায়গাটা ফাঁকা দেখে বসে পড়েছি। কারও অনুমতি লাগেনি, কেউ বাধাও দেয়নি।’

ভিউ পয়েন্টে বেড়াতে যাওয়া অনেকেই বলছেন, আগে এ জায়গায় উৎসব-পার্বণে মানুষ আসতেন, তখন সাময়িক কিছু ভ্রাম্যমাণ দোকান বসত। উৎসবের পর জায়গাটি আবার পরিষ্কার হয়ে যেত। তখন বেশির ভাগ দোকান ছিল শুকনো ও প্রক্রিয়াজাত খাবারের।

তাঁদের মতে, পুলিশ ও প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণেই জায়গাটির পরিবেশ এখন এমন হয়েছে। এই জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর অধীনে। ওই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ফুটপাত ও অবৈধভাবে দখল করা যেকোনো স্থানের বিরুদ্ধে। ভিউ পয়েন্টে সন্ধ্যার পর দোকান বসছে—এটা তাঁর নজরে এসেছে। মাত্র কয়েক দিন হলো তিনি দায়িত্ব নিয়েছেন, তাই এখনো ব্যবস্থা নিতে পারেননি। তবে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক প্রথম আলোকে বলেন, সংসদ ভবনের সামনের জায়গায় অনেক আগেই দোকানপাট বসতে শুরু করেছে। এখন উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন। তবে সিটি করপোরেশন বা সংসদ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।

বিশেষজ্ঞদের মতে, জাতীয় সংসদ ভবন কেবল একটি সরকারি ভবন নয়, এটি জাতির পরিচয়ের প্রতীক। এর সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই উদ্যোগ নেওয়া জরুরি।


রাজধানী ঢাকা দোকান সংসদ ভবন

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com