
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
চাঁদাবাজি-সন্ত্রাস-হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম

ছবি : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ দুপুর ১টায় আফতাবনগর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষার্থী, বনশ্রী ও আফতাবনগর এলাকার স্থানীয় বাসিন্দা ও রিকশা চালকরাও।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলের প্রধান বার্তা ছিল: “ভুল পথে যাওয়া রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনতার সোচ্চার অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।”
মিছিল শেষে শিক্ষার্থী সাদিক বলেন, “গত ১৭ বছরে আওয়ামী রেজিমের গুম, খুন, অত্যাচারের বিরুদ্ধে ছাত্রজনতা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, তেমনি যদি বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করে, তাহলে তারা একই পরিণতির মুখোমুখি হবে। এখনই ভুল শুধরাতে হবে, না হলে জনগণ তাদেরও আর ক্ষমতায় দেখতে চাইবে না।”
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সালাহউদ্দিন শুভ বলেন,
“চাঁদাবাজ আর হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্যাগিং করে আমাদের প্রতিবাদ থামানো যাবে না। গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে ট্যাগিং করে নিরীহ মানুষদের ওপর দমন চালিয়েছে, সেই ইতিহাস আমরা ভুলিনি। এখন যদি নতুন করে প্রতিবাদকারীদের ট্যাগ দেওয়া হয়, তাহলে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ‘জুলাই’ নেমে আসবে।”
শিক্ষার্থী ইমরান বলেন,
“যদি তারেক রহমান নিজের দল নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে এই ছাত্র সমাজই দেখিয়ে দেবে সন্ত্রাস কিভাবে দমন করতে হয়।”
বিক্ষোভ শেষে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে ঘোষণা দেন, আগামীকাল রবিবার সকাল ১১টায় ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে সকল সচেতন শিক্ষার্থী, প্রতিবাদী কণ্ঠ এবং মানবিক হৃদয়ের অধিকারীদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।