
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
রাজধানীর সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১১ জুলাই) ভোরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন— রিপন (৩৫), রিপনের স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও এক বছরের শিশু আয়েশা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ এবং শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে।
প্রতিবেশি জানায়, তারা কিছুদিন আগে ওই বাসায় উঠেছিল। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গ্যাস জমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ভাড়াটিয়া রিপন পেশায় ভ্যানচালক।