
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম

ছবি : সংগৃহীত
তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে কাকরাইল মসজিদ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা।
এর আগে সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে সকাল পৌনে ১২টার দিকে তারা যমুনার দিকে মিছিল নিয়ে যাত্রা করেন। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের সেখানে আটকে দেয়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের সরে যেতে বললেও তারা অবস্থান চালিয়ে যান। এ সময় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একজন প্রতিনিধিকে যমুনায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয় এবং সরে যাওয়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা রাজি না হওয়ায় পুলিশ জলকামানের পানি নিক্ষেপ করে ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
পুলিশ পরে তাদের ধীরে ধীরে মৎস্যভবনের দিকে সরিয়ে নেয়। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— (১) ক্ষতিপূরণ দিয়ে পুনর্বহাল, (২) পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের কিছু ধারা বাতিল এবং (৩) বিডিআরের নাম পুনঃপ্রতিষ্ঠা ও কারাবন্দি সদস্যদের মুক্তি।