খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত এলাকায় রোববার (৬ জুলাই) ভোরে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর মরদেহ দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



