
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
ঢাকা থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম

ছবি - জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।
আজ (রোববার) এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।
এদিকে মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।