
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

ছবি - এলিফ্যান্ট রোডে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে । ৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় স্বপ্নর নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। এটি স্বপ্নর ৬৮৩ নং আউটলেট ।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব রিটেইল অপারেশন্স সাইফুল ইসলাম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন আশরাফুল ইসলাম, ফ্রাঞ্চাইজি মো. খাইরুল ইসলাম, মো. মজিবুর রহমান, মোহাম্মদ রাজিব হোসাইন, স্বপ্নর বিজনেস এক্সপ্যানশন (ডেপুটি ম্যানেজার) মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
স্বপ্নের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৬৪টি জেলায় । আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার মান আরো বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
আউটলেটের পুরো ঠিকানা : ৩২৩ এলিফ্যান্ট রোড (স্টার কাবাবের বিপরীতে এবং ব্র্যাক ব্যাংকের নিচে)। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর : ০১৯৯৯০৮১০১৩ । -বিজ্ঞপ্তি