গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুলকে সংবর্ধনা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০১:৩২ পিএম
ছবি-সংগৃহীত
নেদারল্যান্ডসের দ্যা হেগ-এ অবস্থিত স্থায়ী সালিশ আদালতের সদস্য নিযুক্ত হওয়ায় গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রিটার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গত শনিবার সন্ধ্যায় ধানমন্ডির জিন জিয়ান রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক নির্বাচন কমিশনার এবং জেলা জজ মো.সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিচারকদের অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে বিচারপ্রার্থী জনগণের আস্থা অর্জন করতে হয়। রায় প্রস্তুতে তাদের সৃষ্টিশীলতা থাকতে হয়, আর সেজন্য তাদের ক্রিয়েটিভ আর্টিস্ট বলা হয়।
সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম ও সাবেক জেলা জজ লুৎফা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব সাবেক জেলা জজ দেওয়ান মো.সফিউল্লাহ,সাবেক সভাপতি জেলাজজ মো.মাহবুবুর রহমান,সাবেক মহাসচিব জেলা জজ ড.মো.শাহজাহান সাজু প্রমুখ বক্তব্য দেন।
আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ হোসনে আরা বেগম, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসেইন ও সাবেক সচিব মো. আলাউদ্দিন সর্দার।



