
প্রিন্ট: ১০ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম
হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারকালে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:৫০ এএম

রাজধানীর হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ট্যানারি মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জিয়াউর রহমান (৪৫), বেলাল হোসেন (৩৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হাজারীবাগে দগ্ধ দুই শিশুসহ চারজনকে ভর্তি করা হয়েছে।