
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:৪৭ এএম
চেয়ারম্যান অপসারণ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি এনবিআরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:২৪ এএম

ছবি - এনবিআর ভবন ও ভবনসংলগ্ন ফুটপাতে অবস্থান নিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।
শনিবার (২৮ জুন) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সকাল সাড়ে ১০টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আসছেন। তারা এনবিআর ভবন ও ভবনসংলগ্ন ফুটপাতে অবস্থান নিচ্ছেন।