
প্রিন্ট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ এএম
রাজধানীতে গাড়ির ধাক্কায় বাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:০২ এএম

রাজধানীর রমনায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় তাজুল ইসলাম (৪৫) নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রমনার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার বিকেলে ভিকারুন্নেসা স্কুলের সামনে একটি বেসরকারি টেলিভিশনের প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তাজুল ইসলাম। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
ওসি বলেন, এ ঘটনায় ওই গাড়ির চালক ও গাড়ি আটক করা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তাজুল ইসলাম ঢাকার তুরাগের দলিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি একটি বাইং হাউজে চাকরি করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।