
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০১:০০ এএম
সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:৩৬ এএম

ছবি - সংগৃহীত
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এ হাসপাতালে নিয়ে আসা হয়।
সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বিল্লাল হোসেন বলেন, রাত ৮টার দিকে কামাল আহমেদ অসুস্থ হয়ে পড়েন।
সাবেক প্রতিমন্ত্রীর প্রেসার ও ব্লাড সুগার কমে এলে কারাগারের চিকিৎসক তাকে পরীক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সিট না থাকায় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেন বলে জানান বিল্লাল হোসেন।
গণ আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো রাজধানীর মিরপুরের বর্ষীয়ান সাবেক এই সংসদ সদস্যকে ১৮ অক্টোবর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন।
বনানী থানার একটিসহ বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা-১৫ আসনে ২০০৮ সাল থেকে টানা চারবারের জয়ী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য ২০১৮ সালে শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।