
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
রাজধানীর বনানী থেকে ৯৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর বনানী থেকে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম একুব আলী শেখ (৫১)। পুলিশ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ময়মনসিংহের ভালুকা থেকে গাঁজা নিয়ে আসা একুব আলী বনানীর ১১ নম্বর রোডের পশ্চিম প্রান্তে ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডিবি টিম ৯৯ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে একুব আলী গাঁজা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেছেন বলে জানান ডিসি তালেবুর।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।