
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১০:৫৬ এএম
৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:২০ পিএম

ছবি : সংগৃহীত
দীর্ঘ ৪৩ দিনের ব্যবধানে অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া নগর ভবনে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নগর ভবনে এসে তিনি জানান, সকল নাগরিক সেবা কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা অতীতে ফিরে তাকাতে চাই না। সামনে অনেক কাজ রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে হবে।”
এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। তার অনুসারীরা নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করলে প্রশাসকের প্রবেশ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা কার্যক্রম বন্ধ থাকে। জরুরি প্রয়োজনে আগত অনেক নাগরিককেই সেবা না পেয়ে ফিরে যেতে হয়। এ সময় নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়া হয় এবং বিভিন্ন বিভাগে কার্যক্রমও স্থগিত রাখা হয়।
ঈদের বিরতির পর ১৫ জুন থেকে ইশরাকপন্থী কর্মচারীরা আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন, যা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।