
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১০:২৯ এএম
জলবায়ু সহনশীল হিসেবে ঢাকা নগরীকে গড়ে তোলা হবে : ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

ছবি-সংগৃহীত
ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। বায়ুমান পরিমাপে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে মনিটরিং যন্ত্র বসানো হবে। সোমবার (২৩ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকল্পের আওতায় সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
মোহাম্মদ এজাজ বলেন, ইতোমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে।
তিনি আরও বলেন, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে।
প্রকল্পটি ‘ভাইটাল স্ট্র্যাটেজি’র আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থা ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের’ কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে পিএম ২.৫ (বায়ুতে থাকা অতি ক্ষুদ্র কণা) এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো দূষণ উপাদান পরিমাপ করা হচ্ছে।
বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন- উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।