
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৯:০৫ এএম
রোগী মৃত্যু : ডা.স্বপ্নীলের সনদ স্থগিত

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

ছবি-সংগৃহীত
রোগী মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে আগামী ৫ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি।
শনিবার (২১ জুন) বিএমডিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা.ইসমাইল পাটোয়ারী। তিনি জানান, ৫ বছরের জন্য চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়েছে।
এ সময়ে তিনি কোনো রোগী দেখতে পারবেন না। এ ছাড়া বিভিন্ন অভিযোগে আরো ১২ চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে।
গত বছরের অক্টোবরে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তদন্ত কমিটির রিপোর্টে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার টিমের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলার তথ্য উঠে আসে। একই সঙ্গে ল্যাবএইড হাসপাতালের এন্ডোস্কোপি ব্যবস্থাপনার ত্রুটি পাওয়া গেছে বলে জানায় কমিটি।
এসব অভিযোগ এবং ঘটনার যাচাই-বাছাই শেষে চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়।