
প্রিন্ট: ১৮ জুলাই ২০২৫, ০২:১৯ এএম
টাঙ্গুয়ার হাওরকে রক্ষার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
-68529c2598580.jpg)
ছবি-সংগৃহীত
বিশ্ব ঐতিহ্যের অংশ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয় থেকে বাঁচানোর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে টাঙ্গুয়ার হাওর রক্ষায় ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন এলাকা, অন্যতম রামসার সাইট। সেখানে অবাধে পাখি উড়ে বেড়ায়, মাছেরা নির্বিঘ্নে সাঁতার কাটে। বর্তমানে অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ও অব্যবস্থিত পর্যটন ব্যবসার ফলে এই চিত্র উধাও হতে চলেছে।
তারা বলেন, হাওরটিতে প্রায় ২০০ হাউসবোটে কয়েক হাজার পর্যটক সময়ে-অসময়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, রাত যাপন করছেন। তাঁদের সঙ্গে করে নিয়ে আসা পলিথিন, প্লাস্টিক পণ্য, বোতল ও মনুষ্যবর্জ্য পানি ও মাটিতে আটকে দূষণ তৈরি করছে। এর ফলে অনেক জায়গায় মাছ মরে পানিতে ভেসে উঠছে, কৃষিকাজেরও অসুবিধা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ২০১৮ সালের পাখিশুমারি অনুযায়ী, টাঙ্গুয়ার হাওরে জলচর পাখির সংখ্যা ছিল ৬০ হাজার। অথচ বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে ২৩ হাজারে। মাছের পরিমাণও কমছে। টাঙ্গুয়ার হাওরের প্রাণ-প্রকৃতির এমন অবস্থা মেনে নেওয়া যায় না।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড.হালিম দাদ খান। বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ উমর খৈয়াম ও গোলাম শফিক; হাওর উন্নয়ন পরিষদের আহ্বায়ক ফরিদ উদ্দিন; হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির; হাওর অঞ্চলবাসীর সদস্য জেসমিন নূর, বোরহান উদ্দিন আহমেদ ও অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী; প্রাণী ও প্রকৃতি রক্ষা ফাউন্ডেশনের ইবনুল সাঈদ রানা; হাওর অঞ্চলবাসী ঢাকা জেলার সদস্যসচিব কামরুল হাসান, সাংবাদিক নেতা শেখ মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।