
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:১৪ এএম
শপথভঙ্গ করার জন্য আমরা সজীব ভুঁইয়ার পদত্যাগ চাই : ইশরাক

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
-6851296f0d302.jpg)
ছবি-সংগৃহীত
নগর ভবনে লিখিত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ১৬ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শপথগ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার একথা সত্য হলে ভবিষ্যতে কোন নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ দাবি জানান তিনি।
তিনি বলেন,বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোন একজন নাগরিককে সজীব ভূঁইয়ার মত কেউ ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ঐ রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোন জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।
তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে ঢাকা দক্ষিণে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে সজীব ভূঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণগন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন যা প্রতারণার সামিল।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, অবশেষে আমি বলতে চাই, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার, নির্যাতন সহ্য করে জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথভঙ্গ করেছেন। শপথভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।
ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।