
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:৩০ পিএম

ছবি-সংগৃহীত
বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৬ জুন) সকাল ১০টা রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তানজিদা পাপড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনিরোগের জটিলতায় ভুগছিলেন তানজিদা পাপড়ি। তবে ঈদের পর কয়েক দিন আগে স্ট্রোক করেন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ জুন থেকে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছিল তার। তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদরের কলেজ রোড এলাকায়। বাংলানিউজের দীর্ঘ সময়ের কর্মী ছিলেন তিনি।
তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও বাংলানিউজ পরিবার।