শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

৯৯৯ এ ফোন পেয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করলো পুলিশ

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে নগরীর মন্ডলপাড়া সিএনজি স্টেশন থেকে চাঁদাবাজির অভিযোগে দু‘জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।


সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় মন্ডলপাড়া ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে আসামিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. মহিউদ্দিন ছেলে মোহাম্মদ আরিফ (৪০) কাশিপুর হাটখোলা এলকার বাসিন্দা ও পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আব্দুল ওয়াহিদ ছেলে   রবিউল ইসলাম শিপলু (৪০)।


সদর থানার এসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ ফোন করা হয়েছিল সেখানে থেকে আমাদের বলা হয়েছে মন্ডলপাড়া ব্রিজে সিএনজি চালকদের কাছে কয়েকজনের টাকা দাবি করছে।

আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি । সিএনজি চালকদের থেকে তারা দুইজনে ১০০ টাকা করে সিএনজি চালকদের কাছে টাকা চায়। 


এদিকে চালকদের দাবি সিটি করপোরেশনের বেঁধে দেয়া যে চাঁদা নির্ধারণ করা আছে আমরা সেই হারে দিবো। যদি তারা রশিদ নিয়ে আসে তাহলে আমরা চাঁদা দিবো। 


কিন্তু তারা আমাদেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিলো। তখন আমাদের মধ্যে থেকে একজন পুলিশের সহায়তার জন্য ৯৯৯ ফোন দিলে সদর থানা থেকে পুলিশ এসে দুই চাঁদাবাজকে ধরে নিয়ে যায়। 
 

এই বিভাগের আরো খবর