শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

স্মাটকার্ড উন্নত বিশ্বে যাবার আলামত : মন্ত্রী গাজী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নাগরিকদের সর্বোচ্চ সুবিধা দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে যাবার আলমত হচ্ছে উন্নতমানের জতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড। 


স্বল্প সময়ের মধ্যে জনগণের মাঝে স্মাটকার্ড পৌছে দেয়াটা সরকারের বড় সফলতা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত। স্মার্টকার্ডের মাধ্যমে জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ড হ্রাস পাচ্ছে । প্রতারণা কমছে। নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে। এটা প্রত্যেকটা নাগরিকের মহা মূল্যবান সম্পদ।


শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজে রূপগঞ্জ উপজেলার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সহ অনেকে। পরে মন্ত্রী নিজের স্মাট কার্ড গ্রহণ করেন এবং কয়েক জনের মাঝে স্মাটকার্ড বিতরণ করেছেন।

এই বিভাগের আরো খবর