শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

স্কুলের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরন

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদর উপজেলার ৯ নং ওয়ার্ড গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ নলুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বই বিতরন করা হয়েছে।


মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ খেলাঘরের সহযোগিতায় ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজনে এ বই বিতরন করা হয়েছে। এছাড়াও ১৭ মার্চ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক বই পড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 


বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সম্পাদক মন্ডলীর সদস্য নাঈম চৌধুরী, নজরে হোসাইন দীপ্ত, ক্রান্তি খেলাঘর সামছুল ইসলাম নিয়ম,ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ গোলাম হোসেন, প্রধান শিক্ষক সংকর কুমার পোদ্দার প্রমুখ।


এ সময় কাউন্সিলর কবির হোসাইন বলেন, এই ধরনের কার্যক্রম সব সময় চালিয়ে যাওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের মেধা যাচাই হয় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাই তিনি সকল শিশুদের মুক্তি যোদ্ধা বিষয়ক বই পড়ার আহবান জানান। 
 

এই বিভাগের আরো খবর