শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 


সোমবার বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 


ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 


উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
 

এই বিভাগের আরো খবর