শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

সোনারগাঁও (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে ইভটিজিংয়ের অপরাধে সাইফুল ইসলাম (২১) নামে এক বখাটেকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ইসলাম সোনারগাঁ বাড়ি মজলিস এলাকার জহিরুল ইসলামের ছেলে। 

 

বুধবার (১০ জুলাই) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার ওভারব্রীজের নীচ থেকে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় হাতেনাতে আটক করে পুলিশ। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। 

 

সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁওয়ের মোগরাপাড়া  চৌরাস্তা ওভারব্রীজের নীচে এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে। 


তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওভার ব্রীজ এলাকায় স্কুল ও কলেজ ছাত্রীরা কলেজে যাওয়া-আসার পথে ওই এলাকার বখাটেরা তাদের উক্ত্যক্ত করে থাকে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন স্কুল ও কলেজ ছাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করবে।

এই বিভাগের আরো খবর