শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সৈয়দপুর কড়ইতলা সড়ক দিয়ে সিএনজি চলতে বাধা, ভাংচুর

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

যুগের চিন্তা ২৪ : গোগনগর সৈয়দপুর কড়ইতলা সড়ক দিয়ে ৫/৭ দিন ধরে কোন সিএনজি চলাচল করতে দিচ্ছেনা নাজির ফকির গংরা।

এ ঘটনায় সিএনজি চলাচল করতে না দেয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনা স্থলে পুলিশ গেলেও তারা সিএনজি চলাচল করতে দিচ্ছেনা।

এ ব্যাপারে নাজির ফকির, আনোয়ার-১, আনোয়ার -২ এর বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিএনজি চালক জুয়েল। এএসআই সামসুজ্জামান সামসুকে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে।

অভিযোগে সৈয়দপুর কড়ইতলা এলাকার মোঃ আলী হোসেনের পুত্র জুয়েল উল্লেখ করেন, বিবাদী সৈয়দপুর কড়ইতলা এলাকার নাজির ফকির, আনোয়ার -১, আনোয়ার -২ সহ অঙ্গাত নামা ৪/৫ জন গত ৫ দিন যাবত কড়ইতলা রাস্তা দিয়ে নারায়ণগঞ্জের কোন সিএনজি চলাচল করতে দিচ্ছেনা।

সোমবার সকাল ১১ টায় কড়ইতলা আসলে প্যানেল চেয়ারম্যানের গাড়ি সহ কয়েকটি গাড়ি ভাংচুর চালায়। আবার এ রাস্তা দিয়ে না আসতে হুমকি প্রদান করে বলে জানান জুয়েল। এতে করে উক্ত রাস্তা দিয়ে চলাচলরত সাধারণ মানুষের মধ্যে উক্তেজনা বিরাজ করছে।

এএসআই সামসু বিকালে ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করার সত্যতা পান। এ সময় পুলিশ, অভিযোগ কারী পক্ষ ও বাধা দানকারীদের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হয়।

চালকদের দাবী বঙ্গবন্ধু স্কুল সংলগ্ন রাস্তাটি বন্ধ করে দেয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সর্বসাধারণকে। দ্রুত রাস্তাটি খুলে দিতে এসপির হস্তক্ষেপ কামনা করেন সিএনজি চালকগন।

এই বিভাগের আরো খবর