মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে আদর মটরসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের কারণে সারাদেশে অঘোষিত লকডাউনে পরিবারের সদস্যদের নিয়ে জীবীকা নির্বাহ করার জন্য সিদ্ধিরগঞ্জের মেসার্স আদর মটরসের উদ্যোগে ৭০ জন অটো চালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেকটি অটো চালকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১টি সাবান ও একটি হ্যান্ড ওয়াশ দেয়া হয়।


রোববার (২৯ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেসার্স আদর মটরসের মালিক আনোয়ার হোসেন ও ফারুক হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করায় গণপরিবহন বন্ধ এবং সকল মানুষকে যার যার বাড়ি-ঘরে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ফলে আমাদের অটো চালকদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। সেজন্য আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে এই খাদ্য সামগ্রী দিয়েছি যেন এ কয়দিন তাদের চলতে সমস্যা না হয়।


ফারুক হোসেন বলেন, এভাবে যদি প্রত্যেকটি গ্যারেজের মালিকসহ বিত্ত্ববান লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খেটে খাওয়া মানুষদের উপকার হবে।

এই বিভাগের আরো খবর