মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪): বিগত কয়েক মাসে সিদ্ধিরগঞ্জ থানাভুক্ত ১০টি ওয়ার্ডেই এলাকায় চুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, মারামারী, ডাকাতিসহ মাদক ব্যবসায়ীদের আনোগোনা ক্রমশ বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার অভাবে এ ধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।


এলাকার সচেতন মহল মনে করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অবহেলায় থানা এলাকায় অহরহ চুরি, ছিনতাই, হত্যা, মারামারী, নদীতে ডাকাতিসহ মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে। বিধায় সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। 

 

বিভিন্নতথ্য সূত্রে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শীতলক্ষ্যা নদীতে ডাকাতির ঘটনা ঘটে, এসময় ডাকাতদের হাতে ১জন নিহত হয়। ২ দিন পর লাশটি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ২৫ নভেম্বর দুপুরে থানার এএসআই হেমায়েত উদ্দিনের সাথে সুমিলপাড়া এলাকাবাসীর হাতা হাতি ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মামলা নিয়ে নিরপরাধ লোকজনকে আসামী করে। 


২৭ নভেম্বর রাতে মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন এলাকার সুজনের মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। ২৮’নভেম্বর রাতে মিজমিজি তেরা মার্কেট এলাকার বেকারীর সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। 


১ ডিসেম্বর রাতে গোদনাইল শান্তিনগর এলাকার নাজমুল হোসেন রনীর বাড়ীতে চুরির ঘটনা ঘটে। ২ ডিসেম্বর সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ইউর্টানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৬ডিসেম্বর রাতে মিজমিজি তালতলা এলাকার বাদশার বাড়ীতে চুরি ও একই দিনে এসও মেঘনা ডিপোর সামনে থানার এএসআই মিলন মোল্লার সাথে মাদক ব্যবসায়ীদের সাথে হাতা হাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কোন মামলা হয়নি। 


৭ ডিসেম্বর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে এক মহিলা ডাক্তারসহ ২জন রিক্সা আরোহীর গতীরোধ করে সাদা প্রাইভেটে থাকা ৪/৫ জনের ছিনতাইকারী দলটি নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। 


এ ঘটনায় মোমলঅ দায়ের না হলেও টহলরত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ৮ ডিসেম্বর রাতে সাইলেগেইট  এলাকায় এক গামেন্টর্স শ্রমিককে চাকু দিয়ে আঘাত করে বেতনের সাড়ে ৯হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী দল। 


একই তারিখে মিজমিজি কালু হাজী রোড এলাকার জহির ভান্ডারির রিক্সার গ্যারেজ থেকে আবুল কাশেমের ১টি অটো রিক্সা চুরি করে নিয়ে যায়।  
 

এই বিভাগের আরো খবর