শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজডে অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মে ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজডে পালিত হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে থানা কার্যালয়ে এ ওপেন হাউজডের আয়োজন করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজডেতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক মো.ফরহাদ হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানার  পরিদর্শক (তদন্ত) মো.সেলিম মিয়া, পরিদর্শক (অপরারেশন) এইচএম জসিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ বারী, সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপত্বি আনিছুর রহমান, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো.দেলোয়ার হোসেন প্রমুক ।


অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী আসন্ন ঈদ উপলক্ষে ছিনতাই ও যানজট প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। আমরা আপনাদের এলাকার মেহমান হলেও আমরা আপনাদের  এলাকায় আইনশৃঙ্খলা সুষ্ঠ রখার দায়িত্বে রয়েছি। 


মার্কেট এবং আবাসিক ভবনগুলোতে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরার কারণে অনেক অপরাধী শনাক্ত হয়। সড়কগুলোতে স্থায়ীভাবে পার্ককরা গাড়িগুলো রেকারিংয়ের মাধ্যমে সরিয়ে দেয়া হবে যানজট নিরসনের জন্য।

এই বিভাগের আরো খবর