শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

শোকের কালো পতাকা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

কালো পতাকা উড়ছে, দেখো কালো পতাকা উড়ছে।
শোকের মাসের দুঃখ নিয়ে উড়ছে, সে উড়ছে।
পিতা হারানোর বেদনা নিয়ে উড়ছে, সে উড়ছে।
কালো পতাকা উড়ছে, দেখো কালো পতাকা উড়ছে ।।


পচাত্তরে এ মাসে আঁধার নেমে ছিলো,
পাকিস্তানের চরেরা ঘাপটি মেরে ছিলো,
বত্রিশ নম্বর রক্তে রাঙালো যেদিন তারা,
বাঙালি জাতি হলো সেদিন স্বজন হারা,
সে কষ্ট বুকে নিয়ে- আজও বাঙালি ঘুরছে ।।
কালো পতাকা উড়ছে, দেখো কালো পতাকা উড়ছে ।।


রক্তে রক্তে ভিজে গেলো
বাংলা মায়ের বুক,
কলংকের বোঝা মাথায় নিয়ে
জাতি পায় না সুখ,
‘কাঁদো বাঙালি কাঁদো’ বলে মন- 
বিলাপ বাণী আজও ছুড়ছে ।।
কালো পতাকা উড়ছে, দেখো কালো পতাকা উড়ছে ।।

 

সাকিব জামাল