বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নীল খামের উড়ো চিঠি

প্রকাশিত: ২৬ মে ২০১৯  

একলা যখন আমি, একলা যখন সময়
একলা যখন আমার সমস্ত মন;
আমার হঠাৎই ইচ্ছে করে তখন 
নীল খামে করে কোন উড়ো চিঠি পাঠাই,
নামহীন, পোস্টহীন, কোডহীন,
অজানা কোনো এক দূর ঠিকানায়
উড়ে যাবে সেই চিঠি আকাশের সীমানায়,
হয়তো কোথাও গিয়ে চিঠি নিচে যাবে পরে
কেউ একজন চিঠিটা হয়তো কুড়িয়ে নিবে,
হয়তো বা সে চিঠি পড়ে পাগল বলবে
নতুবা সে শুধু একটু মুচকি হাসবে ।
কেউ হয়তো মনের অগোচরে আমার এই চিঠিটার-ই প্রতীক্ষায় আছে !

 

নীল খামে বহু যত্নে রাখবো 
বহু যত্নে লিখবো শব্দমালা
যাদুর কলম মায়া জড়াবে 
চিঠির অক্ষরে অক্ষরে,
সেই যতটা যত্নেলিখবো আমি চিঠি
কেউ হয়তো ততটা ভালোবাসায়
নাক চেপে ঘ্রাণ নেবে ;
নীল খামের যাদুর চিঠি পড়বে।


কে জানে এমন কেউ আছে কি না,
হয়তো সত্যিই কেউ কোথাও আছে!
যে আমার জন্যই ভালোবাসে আমাকে
জিদে নয়, নয় আক্রোশে
রূপে নয়, নয় মোহতে
গুণে নয়, নয় উড়ো চলে
কে জানে সত্যিই হয়তো কেউ আছে।


নাহার রহমান নুপুর