শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে ৭৮ কেজি গাঁজাসহ মাদকসম্রাট গ্রেফতার : ২টি পিকআপ জব্দ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের অভিযানিক দল। 


এসময় গাঁজা বহনে ব্যবহৃত দুটি পিকআপ, নগদ ৫ হাজার টাকা, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার রাতে রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ সংলগ্ন বিআরটিসি কাউন্টারের চেকপোষ্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত মাদক সম্রাট আব্দুল আলিম(৩২}টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কয়া কেন্দুয়া গ্রামের আব্দুল সামাদের ছেলে। 


সিপিসি-৩ এর পূর্বাচল শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার রাতে ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থেকে দুটি পিকআপযোগে গাঁজার বস্তা টাঙ্গাইলের উদ্দ্যেশে আসছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিলো। 

খবর পেয়ে র‌্যাবের অভিযানিক দল কাঞ্চন সেতুর পশ্চিম পাশে উৎপেতে থাকে। পিকআপ দুটি বিআরটিসি বাস কাউন্টারের সামনে পৌঁছলে র‌্যাব পথরোধ করে। এসময় পিকআপের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।

র‌্যাব পিকআপ থেকে ৭৮ কেজি গাঁজাসহ (যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা} মাদক সম্রাট আব্দুল আলিমকে গ্রেফতার করে। 


পরে দুটি পিকআপ, মোবাইল, নগদ টাকা জব্দ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর