শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে দূর্যোগ সহনীয় ৩ টি ঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর অধিন থেকে গৃহহীন ৩টি পরিবারকে দেয়া ৭ লাখ ৭৫ হাজার ৭শত ৭৩ টাকা ব্যায়ে ৩টি টিনসেট বিল্ডিং ঘরের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কালি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরের উদ্ধোধন করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়নের মেম্বার নাসির উদ্দিন, খোকন, ই¯্রাফিল, জসিম উদ্দিন সহ আরো অনেকে। 

 

এ সময় গৃহহীন গ্রীবালা রানী বলেন, আমাদের আগে কোন ঘর ছিলনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন। তাতে আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি এবং উপজেলা প্রশাসনের সফলতা কামনা করি।

 

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, রূপগঞ্জে গৃহহীন ৩টি পরিবারকে সরকারী অর্থায়নে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেন প্রধানমন্ত্রী। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন তিনি। ঘর পেয়ে আনন্দে আত্মহারা গৃহহীন পরিবার গুলো। সে সাথে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন তারা। 
 

এই বিভাগের আরো খবর