শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

রূপগঞ্জে তারুণ্যের বিজ্ঞান স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে উপজেলায় মাধ্যমিক স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, পিতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, এড. মো.আক্তারুজ্জামান, সমাজসেবক বাবুল  হোসেন, ডা. মোন্তাসির আহমেদ, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, তারুণ্যের বিজ্ঞানের সভাপতি প্রকৌশলী সজল চন্দ্র শ্রাবন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাগর,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।  

 

এ সময় ২০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এই বিভাগের আরো খবর