শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে ছাত্রলীগের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ২২৫ টি পরিবারের মাঝে এ পণ্যসামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় ফয়সাল আলম সিকদার বলেন, সরকার সচেতনতা বৃদ্ধিতে দেশে লক ডাউনের নির্দেশনা দিয়েছে। লক ডাউনের কারণে দুস্থ মানুষগুলো খাবার সংকটে পড়েছে। কর্মজীবী মানুষ তার কর্মস্থলে যেতে পারছেনা। তাই এই সংকটময় সময়ে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মহোদয়ের নির্দেশে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রয়োনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক দোলন প্রমুখ।

এই বিভাগের আরো খবর