শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

রাজনীতি মানেই মানুষের সেবা করা : কাউন্সিলর বাবু

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, রাজনীতি মানেই মানুষের সেবা করা। মানুষকে সেবা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। 


আত্মমানবতার সেবায় সকলে নিয়োজিত হলে সমাজে কোন দুখী মানুষ থাকবে না। শনিবার সকালে কাউন্সিলর বাবুর কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।


কাউন্সিলর বাবু আরও জানান, আমার ওয়ার্ডে অনেক মানুষ আছে যারা টাকার জন্য চোখের চিকিৎসা, রক্তের গ্রুপ নির্নয় করতে পারে না। তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্ঠা। আমি ইতিমধ্যেই লায়ন্স ক্লাবের সঙ্গে কথা বলেছি।কিছুদিনের মধ্যেই রুগীদের জন্য ফ্যাকো অপারেশনের ব্যবস্থা করবো। 


নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতাল ও আনসার বিডিভির যৌথ আয়োজনে এ সময়ে উপস্থিত থেকে চক্ষু ও রক্তের গ্রুপ নির্নয় করেন অপ্রোমেটিক্স ডা. গোলাম আজম, মার্কেটিং অফিসার মামুন, জাফর প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর