শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

র‌্যাব ১১’র ১ বছর: ৩৩ জঙ্গিসহ ৩৭ আগ্নেয়াস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ৩৩ জন জঙ্গি, চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ২৯ জন আসামীসহ গত এক বছরে র‌্যাব-১১ ১ হাজার ৭শ ৫৩ জনকে আটক করেছে।

 

এছাড়াও ৩৭ টি আগ্নেয়াস্ত্রসহ এই এক বছরে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারসহ বিপুল পরিমাণের মাদক জব্দ করেছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের এক বছরের এই তথ্য নিশ্চিত করেন।


র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ ৫৩ জন অপরাধিকে আটক করতে সক্ষম হয়েছে।


তথ্যমতে আটকদের মধ্যে জঙ্গি ৩৩, অস্ত্রধারী সন্ত্রাসী ৭৬, চাঁদাবাজ ১শ ৭, মাদক ব্যবসায়ী ৫শ ৮৩, জলদস্যূ ও ডাকাতা ১৪, চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী ২৯, মানব পাচারকারি ১৩ এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ৮শ ৯৮ জন।


র‌্যাব-১১ গত এক বছরে ২০টি বিদেশী পিস্তল, ৬টি বিদেশী রিভলবার, ২ টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৫টি পাইপগান, ৫৬ টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ২শ ৭০ রাউন্ড গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ৪ টি ককটেল উদ্ধার করেছে।


এছাড়াওএই সংস্থাটি ২ লাখ ১৬ হাজার ৭শ ১৭ পিস ইয়াবা, ২শ ৬২ কেজি গাঁজা, ৩ হাজার ৪শ ৬২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫শ ৭৮ ক্যান বিয়ার, ১শ ৮৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৫ লিটার দেশী মদ, ১শ ৪৩ দশমিক ৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ৩ বোতল অবৈধ এ্যালকোহল ও ১শ ৯৩ জন ভিকটিমকে গত এক বছরে উদ্ধার করেছে।
 

এই বিভাগের আরো খবর