শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

যে আয়নায় মুখ দেখা পাপ

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯  

এখানে প্রস্তর যুগের ছাপ পরে আছে
বুকের গহিনে
সীমাহিন শূন্যতার মিছিলে জমা পরেছে অসংখ্য অধিকার
নাগরিক জীবনের সমস্ত লেনদেন শেষে
বিবেক বারংবার আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়
নিজকে চেনার জন্যে

 

অতঃপর সমস্ত আবেগের শেষে অনাহারি হাতগুলো
শূন্যে দু'হাত বাড়ায় কেবল নিজেকে পাবার জন্যে
ধনী হয়ে যে ঈশ্বর চিনেনি কোনদিন
সেও আজ হাতরে খুঁজে নিয়তির সুখ-
এক নিদারুণ অসুখে !

 

ভীষণভাবে ছুটে চলা এক জীবনের গল্পে আঁকা হয়
বিবর্ণ আর ছাইরঙা আকাশের ধনুক
যেখানে বাঁকা হয়ে আছে বয়ে চলা পাপ
আলগা হয়ে ওঠা স্মৃতির বাকলে
নুয়ে পড়েছে প্রকা- বৃক্ষ দল !

 

চোখ খুলে চেয়ে আছেন ঈশ্বর
নশ্বর এই পৃথিবীর ধূলো জমা আয়নায় তাই
মুখ দেখা পাপ !


জয়নুল শামীম